এক আশ্চর্য বেদনার স্বাদ
- Dr. Shukdeb Mazumder
- Jan 23, 2023
- 1 min read
শুকদেব মজুমদার
তুমি চলে যাওয়ার পরে আমার মনের চালের ফুটো দিয়ে
পানি পড়তে শুরু করলো,
বুকের কোনো কোণায় লুকিয়ে থাকা বেদনার বিড়ালটা
মিউ মিউ করে ডাকতে আরম্ভ করলো!
এমন কেন হলো?
আমাদের দেখাদেখির বয়স তো মাত্র দুদিন হলো,
এরই মধ্যে এ কোন বীণা
পরাণের গহীন ভেতর বেজে উঠলো?
পরিচয়ের প্রথম অন্তরা শেষ হতে-না-হতেই
হৃদয়ের তন্ত্রীতে এ কোন সঞ্চারীর সুর সঞ্চারিত হলো?
কী বলে একে?
একেই কি ভালোবাসা বলে লোকে?
কৈশোরের করিডোর পেরিয়ে
এক বালক একদিন যখন যৌবনের জমকালো হল রুমের
দরজায় গিয়ে দাঁড়ালো
এক আশ্চর্য বেদনার স্বাদ সে পেল।
© Dr. Shukdeb Chandra Mazumder
21-09-21
Comments