থাকবো না বলেই থকথকে থাকার কামনা
- Dr. Shukdeb Mazumder
- Nov 14, 2023
- 1 min read
Updated: Mar 19, 2024
শুকদেব মজুমদার
যেহেতু আমাদের গন্তব্য বিয়োগান্ত সেহেতু আমাদের মুখোমুখিগুলো যতো বেশি মিলনান্ত হয় ততোই ভালো।
যেহেতু আমাদের বিদায় বেদনাদায়ক সেহেতু আমাদের আগমনগুলো আনন্দময় হোক।
যেহেতু একে অপরকে দেখবো না আমরা একদিন সেহেতু আমাদের দেখাদেখিগুলো দারুণ হোক।
যেহেতু আমাদের হাসিগুলো একদিন হাঁস হয়ে উড়ে যাবে
বুনো অরণ্যে- হন্যে হয়ে খুঁজেও আর কখনো তাদের পাবো না, সেহেতু আমাদের হাসাহাসিগুলো মুখে খেলা করুক
অনবরত উজ্জ্বল প্রাণবন্ত।
যেহেতু আমরা হাত ছেড়ে দিয়ে একদিন হারিয়ে যাবো অজানায়, সেহেতু আমাদের হাত ধরাধরিগুলো
আন্তরিক ও মজবুত হোক।
যেহেতু আমরা একদিন কথা বলার আর সুযোগ পাবো না, সেহেতু আমাদের কথা বলাবলিগুলো অঢেল সুযোগ পাক,
মুখে তাদের মধু থাক।
যেহেতু আমাদের জীবনে কোনো সময় থাকবে না একদিন- সময় দিতে পারবো না একে অন্যকে একটুও, সেহেতু আমাদের সান্নিধ্যের সময়গুলো সুললিত সুদীর্ঘ হোক।
সান্নিধ্য কিংবা সাময়িক দূরত্ব বলতে যেহেতু আর কিছু আমাদের থাকবে না, সেহেতু যে-কোনো ক্ষেত্রই আমাদের
মন বা ভাব বিনিময়ের অমরা কিংবা ইডেন পার্ক হোক।
থাকবো না বলেই থকথকে থাকার কামনা এসব, এবং প্রস্তাবনা।
© শুকদেব চন্দ্র মজুমদার
০৮-১০-২০২৩
Comments