সমুদ্রের শিক্ষা
- Dr. Shukdeb Mazumder
- Jan 23, 2023
- 1 min read
শুকদেব মজুমদার
সমুদ্রকন্যার কাছে গিয়ে দেখলাম
ঝাউবনের এক পাশে তুমি
বসে আছো
সাগরের ঢেউয়ের মতো অঢেল চুল এলিয়ে!
আমি আমার মনের শঙ্খে
সমুদ্রের গর্জন শুনতে পেলাম,
তার সবটুকু শোনাবো বলে যখনি তোমার কাছে গিয়ে দাঁড়ালাম
দেখি, কে একজন
তোমার হাতে হাত রেখে মুগ্ধ তাকিয়ে আছে তোমার দিকে!
সমুদ্রের গর্জন থেমে গেল
শঙ্খে আর ফুঁ দেয়া হলো না,
ঝাউবনে বাতাসের শব্দ আমার কষ্টের নিঃশ্বাসে রূপান্তরিত হলো,
বিশ্বাস ভাঙার এক তীব্র ঝনঝন শব্দ
আমার কানের পর্দাকে ফাটিয়ে দেয়ার উপক্রম করলো।
সমুদ্রকন্যা কুয়াকাটায় গর্ত নয়-
এক গভীর কূপ খনিত হলো- কষ্টের স্মৃতির-
কেউ কোনোদিন যার সন্ধান পাবে না,
পাবে কি?
এক বালতি জল কেউ কোনোদিন সেখান থেকে
উত্তোলন করবে কি?
নিস্তব্ধ ফিরে আসার জন্যে পা বাড়াতেই এক বিস্মিত উচ্চারণ-
“এ কী, তুমি!”
যে বিস্ময় আমি বলধা গার্ডেনের দুষ্প্রাপ্য ফুলের সুবাসের মতো
একদিন কামনানিস্তব্ধ ফিরে আসার জন্যে পা বাড়াতেই এক বিস্মিত উচ্চারণ-
“এ কী, তুমি!” করতাম,
পেয়ে আগলে রাখতাম, আজ তা বিষ্ঠার দুর্গন্ধ ভরা,
তবুও সমুদ্র আমাকে বলতে বাধ্য করলো যেন
“ভালো থেকো!”
© Shukdeb Chandra Mazumder
27-08-21
Comments