ষড়ঋতুর দুঃখ
- Dr. Shukdeb Mazumder
- Jan 23, 2023
- 1 min read
শুকদেব মজুমদার
আমি গ্রীষ্ম হলাম
তুমি গনগনে রোদ হলে না,
আমি বর্ষা হলাম
তুমি এক পশলা বৃষ্টি হলে না,
আমি শরৎ হলাম
তুমি কাশবনের কন্যা হলে না,
আমি হেমন্ত হলাম
তুমি ফসলের সম্ভার হলে না,
আমি শীত হলাম
তুমি কুয়াশার চাদর হলে না,
আমি বসন্ত হলাম
তুমি কোকিলের কণ্ঠ হলে না,
প্রকৃতির নিয়মের এ যে বড়ো ব্যত্যয়,
পৃথিবীর জন্যে এ কিন্তু মঙ্গলকর নয়।
© Dr. Shukdeb Chandra Mazumder
25-09-21
Comments