সুরেলা সম্পর্কের সন্ধানে
- Dr. Shukdeb Mazumder
- Jan 15, 2023
- 1 min read
Updated: Jan 20, 2024
শুকদেব মজুমদার
তোমাকে কাছে না পাওয়ার দুঃখ
গাছে ঝুলে থাকা কালো বাদুড়ের মতো আমার মনে
এখন ঝুলে আছে-
কোনো মতেই তাকে আমি সরাতে পারছি না।
যোগাযোগ মাধ্যমের এ নতুন যুগে আমার এ কথা
হয়তো একটু অস্বাভাবিক লাগতে পারে,
কিন্তু অতি ব্যবহারে অঢেল সুযোগও কি ছেঁড়া
ঢোল হয়ে উঠতে পারে না কখনো?
মেসেঞ্জারের প্যাসেঞ্জার হয়ে আর কতোদূর কতোদিন
আমরা ভ্রমণ করবো বলোতো
মনের মেগাসিটিতে?
কিংবা ফোনের ফেনিল কথোপকথনে আর কতো
নৈকট্যের বর্ণিল স্বপ্নকে বয়কট করবো
বা ভুলে থাকবো স্মৃতিভ্রষ্ট হয়ে?
দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রবাদটি এখন আমার
পায়ে পায়ে হাঁটছে,
কিন্তু সে মেটানোরও একটা সীমা রয়েছে;
হাতের কাছে ভরা কলসি থাকা সত্ত্বেও
বাউলের তৃষ্ণা মেটে না, তা হলে
আমার তৃষ্ণা মিটবে কিভাবে- যার ভরা কলসি রয়েছে
অনেক অনেক দূরে?
সময়ের প্রখর রোদ্রে স্মৃতির সরোবর শুকোতে না শুকোতেই সাক্ষাতের সজল মেঘের বর্ষণে তাকে আবার ভরে তুলতে হয়;বিচ্ছেদের বালিয়াড়ি দীর্ঘায়িত হতে না হতেই তাকে আবার মিলনের ম্যানগ্রোভ বনে রূপান্তরিত করতে হয়।
এভাবেই সম্পর্ক থাকে সুরেলা, বাজখাঁই হয়ে ওঠে না।
© Dr. Shukdeb Chandra Mazumder
02-12-2022
Comments